রিপন ওঝা, মহালছড়িঃ
প্রিয় জন্মভূমিকে সবুজে পরিপূর্ণ করতে, অতি উষ্ণতা রুখতে সারাদেশে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সামাজিক সংগঠনের ন্যায় খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ও স্বপ্ন বিলাস এগ্রো ফার্ম কর্তৃক ১০,০০০ নানা জাতের বনজ, ফলজ, ঔষধি বৃক্ষ রোপনের মহাযাত্রা উদ্বোধিত হয়েছে।
উক্ত বৃক্ষরোপনের শুভ কার্যক্রমটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহালছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মোঃ মেজবাহ উদ্দিন পিএসসি উদ্বোধন করেন।
এসময়ে স্বপ্ন বিলাস এগ্রো ফার্মের কর্ণধার মোঃ খালেদ মাসুদ সাগর জানান, সারাদেশের ন্যায় তিন পার্বত্য জেলার সবেচেয়ে পুরাতন মহালছড়ি উপজেলার সন্তান হিসেবে আমি আমার ফার্মের উদ্যোগে পরিবেশ রক্ষা এবং সৌন্দর্য্য বর্ধনের লক্ষ্যে স্বপ্নবিলাস নার্সারির উদ্যোগে তিন ধাপে মহালছড়িতে ১০,০০০ হাজার গাছ বনজ, ফলজ, ঔষধি বৃক্ষের চারা লাগানোর প্রকল্প হাতে নিয়েছি। প্রথম ধাপে সদর ইউনিয়নের মেইন সড়কের আশপাশের খালি জায়গাতে গাছ লাগাবো। পরবর্তীতে ধারাবাহিক ভাবে প্রতিটি ইউনিয়ন এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় ও খালি জায়গাতে লাগানোর শুভ প্রক্রিয়া অবিরত চালু থাকবে। এটি একটি চ্যালেঞ্জিং ও কঠিন কাজ যা একার পক্ষে দেখাশোনা করা সম্ভব না তাই প্রতিটি এলাকা থেকে কিছু প্রকৃতি প্রেমি সেচ্ছাসেবক প্রয়োজন। আমি ও আমার স্বপ্ন বিলাস এগ্রোফার্ম সর্বদা প্রকৃতি প্রেমি, বৃক্ষ প্রেমি, নানা সংগঠনের সেচ্ছাসেবীগণের পাশে থাকবো, আমিও আশা রাখি মহালছড়ির সকলকে এই মহৎ উদ্যোগের পাশে পাবো।
আমি চাই স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজের মত আমার প্রিয় মাতৃভূমি মহালছড়িকে ফুলে ও ফলে সাজিয়ে রাখতে যেন পুরো মহালছড়ি উপজেলাটি বাংলাদেশের মধ্যে একটি ফ্লাওয়ার ভিলেজ হিসেবে পরিচিতি পায়।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে যারা সেচ্ছাসেবী হিসেবে যুক্ত থেকে পরিবেশ এবং প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এগিয়ে আসবেন পরবর্তীতে তাদের প্রকৃতি রক্ষায় অবদান রাখার জন্য বিশেষ সম্মানসূচক পুরস্কারে ভূষিত করা হবে।
উক্ত অনুষ্ঠানে ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা ও স্থানীয় বিডি ক্লীনের সেচ্ছাসেবকবৃন্দ ও বৃক্ষপ্রেমি ও পরিবেশ প্রেমী স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বৃষ্টিযুক্ত এ সময় মহালছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মোঃ মেজবাহ উদ্দিন পিএসসি উপস্থিত সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং এ ধরনের কর্মসূচীর প্রশংসা করেন এবং উক্ত কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।