Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় অবস্থানরত পাহাড়িদের উদ্যোগে বিশ্ব শান্তি কুঠির নির্মাণ কাজ উদ্বোধন করলেন শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবির

print news

 

 

নিউটন চাকমা, ঢাকা অফিসঃ

 

রাজধানীর ঢাকায় অবস্থানরত পাহাড়িদের উদ্যোগে বিশ্ব শান্তি কুঠির (বিএসএসপি) নির্মাণের জায়গা ও বিহার নির্মাণের কাজ শুভ উদ্বোধন করা হয়েছে। বিশ্ব শান্তি কুঠির নির্মাণের কাজ শুভ উদ্বোধন করেন রাঙামাটি রাজবন বিহারের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় অবস্থিত শান্তিপুর অরণ্য কুঠির এর অধ্যক্ষ শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবির। এসময় অনুষ্টানে উপস্থিত ছিলেন শান্তিপুর অরণ্য কুঠির এর স্বশিষ্য মন্ডলী ও সাভার বন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি মেজর (অবঃ) ডাঃ অজয় প্রকাশ চাকমা, সুভাশীষ চাকমা, জমি দানকারী পরিতোষ চাকমা, দীপায়ন চাকমা সহ সমবেত দায়ক-দায়িকা পুর্ণ্যার্থীবৃন্দ।

 

449454321 509453534752454 7853496388243101215 n

 

শনিবার (৬ জুলাই) সকাল ৯ টায় পঞ্চশীল প্রার্থনার মধ্যে দিয়ে বুদ্ধমূর্তি দান, সিবলী মুর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, পিন্ডদান, বর্ষাবাসের চীবর দান সহ নানাবিধ দানীয়বুত্তানি আয়োজন করা হয়।

 

 

উদ্বোধনী অনুষ্টানে ধর্মপদেশকালে শাসন রক্ষিত মহাস্থবির বলেন, রাগ, হিংসা, বিদ্বেষ ও অহংকারে ব্যক্তির পতন ঘটে। এগুলো ত্যাগ ও পরিহার হলে যেকারো ভবিষ্যত জীবন উন্নতি সাধিত হবে। বৌদ্ধ ধর্মমতে, এই রাগ-হিংসা ও অহংকার একমাত্র অনাত্ত ভাবনার মাধ্যমে ত্যাগ ও পরিহার করা সম্ভব বলে সমবেত পুর্ণ্যার্থীদের উদ্দেশ্য ধর্মপদেশ দেন।

 

449803430 461223700177235 5047248721946024018 n

 

তিনি আরো বলেন, যে দেশে নেতা বেশি সেই দেশ নেতৃত্বের অভাব। নেতা বেশি হলে সবাই নেতা হতে চাই। সেক্ষেত্রে নেতৃত্ব দেয়ার মতো একক ভাবে কেউ কাউকে মানতে পারেনা। যে কারনে নেতা বেশি হলে সঠিক ভাবে নেতৃত্ব দেয়ার অভাব থেকে যায়। সুতরাং একজন নেতা দ্বারা সঠিক নেতৃত্ব ও যেকোন কাজে সঠিক সিদ্ধান্ত নেয়া সম্ভব।

 

 

 

ঢাকার রাজধানীতে অবস্থানরত পাহাড়িদের উদ্যোগে ঢাকা উত্তরায় বিশ্ব শান্তি কুঠির (বিএসএসপি) নির্মাণ কাজ শুভ উদ্বোধনী অনুষ্টানে শান্তিপুর অরণ্য কুঠিরের ভিক্ষু সংঘকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন সমবেত পুর্ণ্যার্থীদের পক্ষে সুভাশীষ চাকমা, পরিতোষ চাকমা, দীপায়ন চাকমা।

 

মমমমম

 

অনুষ্টানে বক্তব্য রাখেন মেজর (অবঃ) ডাঃ অজয় প্রকাশ চাকমা, সুভাশীষ চাকমা। বিশ্ব শান্তি কুঠির নির্মাণ কাজ শুভ উদ্বোধন অনুষ্টানে বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও সমবেত পুর্ণ্যার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে ভিক্ষু সংঘকে পিন্ডদান ও সমবেত পুর্ণ্যার্থীদের দুপুরের খাবার পরিবেশন করানো হয়।

 

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ঢাকায় অবস্থানরত পাহাড়িদের উদ্যোগে বিশ্ব শান্তি কুঠির নির্মাণ কাজ উদ্বোধন করলেন শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবির

প্রকাশিত: ০৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
print news

 

 

নিউটন চাকমা, ঢাকা অফিসঃ

 

রাজধানীর ঢাকায় অবস্থানরত পাহাড়িদের উদ্যোগে বিশ্ব শান্তি কুঠির (বিএসএসপি) নির্মাণের জায়গা ও বিহার নির্মাণের কাজ শুভ উদ্বোধন করা হয়েছে। বিশ্ব শান্তি কুঠির নির্মাণের কাজ শুভ উদ্বোধন করেন রাঙামাটি রাজবন বিহারের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় অবস্থিত শান্তিপুর অরণ্য কুঠির এর অধ্যক্ষ শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবির। এসময় অনুষ্টানে উপস্থিত ছিলেন শান্তিপুর অরণ্য কুঠির এর স্বশিষ্য মন্ডলী ও সাভার বন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি মেজর (অবঃ) ডাঃ অজয় প্রকাশ চাকমা, সুভাশীষ চাকমা, জমি দানকারী পরিতোষ চাকমা, দীপায়ন চাকমা সহ সমবেত দায়ক-দায়িকা পুর্ণ্যার্থীবৃন্দ।

 

449454321 509453534752454 7853496388243101215 n

 

শনিবার (৬ জুলাই) সকাল ৯ টায় পঞ্চশীল প্রার্থনার মধ্যে দিয়ে বুদ্ধমূর্তি দান, সিবলী মুর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, পিন্ডদান, বর্ষাবাসের চীবর দান সহ নানাবিধ দানীয়বুত্তানি আয়োজন করা হয়।

 

 

উদ্বোধনী অনুষ্টানে ধর্মপদেশকালে শাসন রক্ষিত মহাস্থবির বলেন, রাগ, হিংসা, বিদ্বেষ ও অহংকারে ব্যক্তির পতন ঘটে। এগুলো ত্যাগ ও পরিহার হলে যেকারো ভবিষ্যত জীবন উন্নতি সাধিত হবে। বৌদ্ধ ধর্মমতে, এই রাগ-হিংসা ও অহংকার একমাত্র অনাত্ত ভাবনার মাধ্যমে ত্যাগ ও পরিহার করা সম্ভব বলে সমবেত পুর্ণ্যার্থীদের উদ্দেশ্য ধর্মপদেশ দেন।

 

449803430 461223700177235 5047248721946024018 n

 

তিনি আরো বলেন, যে দেশে নেতা বেশি সেই দেশ নেতৃত্বের অভাব। নেতা বেশি হলে সবাই নেতা হতে চাই। সেক্ষেত্রে নেতৃত্ব দেয়ার মতো একক ভাবে কেউ কাউকে মানতে পারেনা। যে কারনে নেতা বেশি হলে সঠিক ভাবে নেতৃত্ব দেয়ার অভাব থেকে যায়। সুতরাং একজন নেতা দ্বারা সঠিক নেতৃত্ব ও যেকোন কাজে সঠিক সিদ্ধান্ত নেয়া সম্ভব।

 

 

 

ঢাকার রাজধানীতে অবস্থানরত পাহাড়িদের উদ্যোগে ঢাকা উত্তরায় বিশ্ব শান্তি কুঠির (বিএসএসপি) নির্মাণ কাজ শুভ উদ্বোধনী অনুষ্টানে শান্তিপুর অরণ্য কুঠিরের ভিক্ষু সংঘকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন সমবেত পুর্ণ্যার্থীদের পক্ষে সুভাশীষ চাকমা, পরিতোষ চাকমা, দীপায়ন চাকমা।

 

মমমমম

 

অনুষ্টানে বক্তব্য রাখেন মেজর (অবঃ) ডাঃ অজয় প্রকাশ চাকমা, সুভাশীষ চাকমা। বিশ্ব শান্তি কুঠির নির্মাণ কাজ শুভ উদ্বোধন অনুষ্টানে বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও সমবেত পুর্ণ্যার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে ভিক্ষু সংঘকে পিন্ডদান ও সমবেত পুর্ণ্যার্থীদের দুপুরের খাবার পরিবেশন করানো হয়।