Dhaka , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবানে বিহার অধ্যক্ষের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

print news

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের রোয়াংছড়ি  উপজেলার  তারাছা ইউনিয়নের বান্দরবান আর্য গুহা ধূতাঙ্গ বিমুক্তি (গোদা পাড়া) বিহারের  বিহার অধ্যক্ষ মহাথেরো ডঃ এফ দীপঙ্কর ভান্তে  (৫৩) গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা করেছে। পরে পুলিশ এসে  ঘটনাস্থল হতে লাশটি উদ্ধার করে।

শনিবার (১৩ জুলাই) আনুমানিক দুপুর ২ টার দিকে তারাছা ইউনিয়নের গোদার পাড় এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।  তিনি বান্দরবান আর্য গুহা ধূতাঙ্গ বিমুক্তি বিহারের বিহার অধ্যক্ষ ছিলেন৷

এসময় একটি চিরকুট উদ্ধার করা হয়, চিরকুটে ভান্তে তার অনুসারিদের তার স্বপ্নগুলো পূরনের কথা লিখে বিহারের দায়িত্ব দিয়ে যান।

তবে ঘটনাস্থলে দেখতে আসা ভক্তদের অনেকেই বলেন, তাকে হত্যা করা হয়েছে বলে আমাদের ধারণা।

নিহত বিহার অধ্যক্ষ মহাথেরো ডঃ এফ দীপঙ্কর ধূতাঙ্গ ভান্তে  (৫৩) চট্টগ্রামমের ফটিকছড়ি উপজেলার ফরাসী গ্রামের নান্টু বড়ুয়ার ছেলে।

রোয়াংছড়ি থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ পারভেজ আলী  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিহার অধ্যক্ষের লাশটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  ময়নাতদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয়

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বান্দরবানে বিহার অধ্যক্ষের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

প্রকাশিত: ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
print news

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের রোয়াংছড়ি  উপজেলার  তারাছা ইউনিয়নের বান্দরবান আর্য গুহা ধূতাঙ্গ বিমুক্তি (গোদা পাড়া) বিহারের  বিহার অধ্যক্ষ মহাথেরো ডঃ এফ দীপঙ্কর ভান্তে  (৫৩) গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা করেছে। পরে পুলিশ এসে  ঘটনাস্থল হতে লাশটি উদ্ধার করে।

শনিবার (১৩ জুলাই) আনুমানিক দুপুর ২ টার দিকে তারাছা ইউনিয়নের গোদার পাড় এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।  তিনি বান্দরবান আর্য গুহা ধূতাঙ্গ বিমুক্তি বিহারের বিহার অধ্যক্ষ ছিলেন৷

এসময় একটি চিরকুট উদ্ধার করা হয়, চিরকুটে ভান্তে তার অনুসারিদের তার স্বপ্নগুলো পূরনের কথা লিখে বিহারের দায়িত্ব দিয়ে যান।

তবে ঘটনাস্থলে দেখতে আসা ভক্তদের অনেকেই বলেন, তাকে হত্যা করা হয়েছে বলে আমাদের ধারণা।

নিহত বিহার অধ্যক্ষ মহাথেরো ডঃ এফ দীপঙ্কর ধূতাঙ্গ ভান্তে  (৫৩) চট্টগ্রামমের ফটিকছড়ি উপজেলার ফরাসী গ্রামের নান্টু বড়ুয়ার ছেলে।

রোয়াংছড়ি থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ পারভেজ আলী  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিহার অধ্যক্ষের লাশটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  ময়নাতদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।