মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত।
সভায় ইমাম, মোয়াজ্জেম ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শাহিনা নাসরিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা মডেল মসজিদ ফিল্ড সুপারভাইজার মাওলানা. ইকবাল বাহার ও মডেল মসজিদ ইমাম মাওলানা মো. আহমদুল হক প্রমূখ।
এতে উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ফেইবুকসহ সামাজিক মাধ্যমের গুজবে কান না দিয়ে প্রকৃত তথ্য ও সত্য ঘটনা সম্পর্কে অবহিত হওয়াসহ ধর্মীয় গ্রন্থের আলোকে সকলেই সচেতন হওয়ার গুরুত্বারোপ করা হয়েছে।