নাইক্ষ্যংছড়ি ( বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও মিয়ানমার সীমান্তের পাহাড়ি ঢলের পানি তুমব্রু খালের উভয় তীর গড়িয়ে এবার তলিয়ে গেছে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বাজারসহ ৫ গ্রাম।
স্থানীয়রা জানান,গত ৪ দিন ধরে টানা বর্ষণে মিয়ানমার থেকে পাহাড়ি ঢলের পানি দ্বিগুণ বেড়ে গেলে তুমব্রু এলাকার ৫ গ্রাম তলিয়ে যায়। খালের পানিসহ সর্বত্রে এখন থৈ থৈ পানি।
স্থানীয় তুমব্রু বাজার ব্যবসায়ী আলী আকবর,শাহজাহান ও হোছাইন আহমদ জানান,টানা ৪ দিনের বর্ষণে তুমব্রু বাজারের অধিকাংশ তলিয়ে গেছে।
এছাড়া কোনারপাড়া,তুমব্রু স্কুলপাড়া,মধ্যম পাড়া,উত্তর পাড়া ও তুমব্রু পশ্চিমকূলের সমতলের বসতবাড়ি পুরো অংশ আর সীমান্ত সড়কের একটি অংশ পানির নিচে এখন।
অপর দিকে রোববার রাত ও সোমবারের বর্ষণে বিচ্ছিন্ন নাইক্ষ্যংছড়ি -রামু সড়ক যোগাযোগ পুনরায় চালু হয়েছে মঙ্গলবার সকাল থেকে। তবে নাইক্ষংছড়ি উপজেলার সর্বত্র থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
এছাড়া সড়কের নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন বেইলি ব্রীজগুলো ঢলের পানিতে নড়বড় হয়ে পড়েছে। যে কোন মুর্হুতে ভেঙে পড়ায় আশংকা রয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা ( পিআইও) আবদুল্লাহ আল নোমান বলেন,বিষয় টি অবহিত হওয়ার পর জেলা অফিসকে জানানো হয়েছে।