বিশেষ প্রতিনিধি রাঙ্গামাটিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে শান্তিপূর্ণ ও অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের পতন ঘটাতে সফল হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ ও অভিবাদন জানিয়েছেন ছাত্র সমাজ, জেলা বিএনপি, জামায়াতে ইসলাম ও আঞ্চলিক দল (ইউপিডিএফ)।
সরেজমিনে মাঠে ঘুরে দেখা যাচ্ছে, ৫ আগস্ট ২০২৪, সোমবার সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আজকের গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে যে জনগণই হলেন আসল শক্তি এবং তারাই ইতিহাসের নায়ক। কোন স্বৈরাচার ও ফ্যাসিস্ট অপশক্তি যতই দম্ভ করুক, তাদেরকে যতই শক্তিশালী মনে হোক, ঐক্যবদ্ধ জনগণের কাছে তারা কখনই ঠিকতে পারে না, একবার প্রবল গণ জোয়ার সৃষ্টি হলে তারা খড়কুটোর মতো ভেসে যায়।’
বিএনপি নেতারা বলেন, পাহাড়ে ক্ষমতার অপব্যবহার করে শতকোটি টাকা লুটপাট করেছে তাদের অবৈধ সম্পত্তি ক্রোক করে সরকারের কোষাগারে জমা করার দাবী জানায়। তিন পাহাড়ে অটো পদবীর সকল সেক্টরে সুষ্টু অবাধ নির্বাচনের দাবীও জানায় প্রতিবাদ স্লোগান নেতারা। ‘এসময় জেলা রাঙ্গামাটি আওয়ামীলীগের অফিসে আগুন ভাংচুর করা হয় জেলা পরিষদ ভবন ও পৌর আওয়ামীলীগ সভাপতি সোলায়মান চৌধুরীর মালিকাধীন হোটেল নীডস সহ অন্যান্য অফিস।