নিজস্ব (বান্দরবান) প্রতিবেদকঃ
বান্দরবানে প্রথমে বিজয় মিছিলের উল্লাস তারপর বিক্ষুব্ধ হয়ে উঠে জনতা। বিক্ষুব্ধ জনতা দেশীয় লাঠি সোটা নিয়ে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে জড়ো হয়ে প্রতিকৃতিতে ভাঙচুর করতে থাকে ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে গলায় দড়ি পেঁচিয়ে নামানোর চেষ্টা করা হয়।
আরেকটি দল আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও অফিসের ভিতর ও রাস্তার সামনে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে দেন।
তরুণদের আরেকটি দল ৩০০নং আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি-র বাসভবন ও পৌর আওয়ামী লীগের সভাপতির বিল্ডিং-এর সামনে ইট-পাটকেল এবং ঢিল ছুঁড়তে থাকে বিক্ষুব্ধ জনতা। পরে সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণে আনে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
সোমবার (৫ আগস্ট) বিকেল ৪ টার দিকে এই ঘটনা ঘটে।