Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৪ দিন অতিবাহিত হলেও এখনো য়ংরাও ম্রো’র সন্ধান মেলেনি

print news

 

 

মথি ত্রিপুরা, রুমা (বান্দরবান) প্রতিনিধিঃ

 

আজ ৪ দিন গত হলেও য়ংরাও ম্রোকে আজও সন্ধান মেলেনি। গত  (১১ আগস্ট) রোজ রবিবার বিকাল আনুমানিক ৫ঃ৩০ ঘটিকায় বান্দরবানে হারিয়ে যায় য়ংরাও ম্রো। য়ংরাও ম্রো একজন বাগান চাষি বলে জানা যায়।

 

বান্দরবান সদর উপজেলা ৪নং সুয়ালক ইউনিয়ন (৯ মাইল) ৬নং ওয়ার্ড বসন্ত পাড়ায় একজন স্থায়ী বাসিন্দা। তার দুই ছেলে এক মেয়ে সন্তানের পিতা। হারিয়ে যাওয়া ব্যাপারে, য়ংরাও ম্রো এর ঘনিষ্ঠ সহকর্মীর পারাও ম্রো (মাসু) সাথে কথা হলে তিনি সিএইচটি বার্তা ডট কম এ জানায়, অন্যান্য দিনের মতো গত ১১ তারিখ রবিবার বান্দরবানে যায় ড্রাগন ফল বিক্রয় করতে। সকাল ১১ টায় সদর এলাকায় নাসির ও শাহ আলমের মাল গুলো বিক্রি করে দেয়া হয়। মালগুলো বেচাকেনা শেষ করে আটচল্লিশ হাজার টাকা আমি তার (য়ংরাও) হাতে তুলে দিয়েছি।

 

তিনি আরও জানায়, দু’জনে দুপুরে ভাত খেয়ে আমরা যে যার মত বাজার করতে চলে যাই। ওই মুহূর্তে য়ংরাও আমাকে বলেছিল তোমরা আস্তে করে বাড়িতে চলে যাও। আমি পরে আসতেছি যেহেতু আমার বাইক আছে। আমি এক জায়গায় যাচ্ছি। কোন প্রয়োজন হলে আমাকে কল দিবে। এই কথা বলে সে চলে যায়। কোথায় যাবে সে কথাও বলে যাইনি আমাকে। তারপর আমরা বিকাল চারটার দিকে বাড়ি উদ্দেশ্যে রওনা দেই। বাড়িতে এসে টাকা পয়সা ভাগাভাগি করার জন্য এক জায়গায় বসা হলে তখন জানতে পারি যে, য়ংরাও এখনো বাড়িতে পৌঁছেনি। তারপর তার মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। তখন থেকে তার খোঁজ করতে করতে এখনো সন্ধান মিলেনি বলে জানান পিতা।

 

এ ব্যাপারে বান্দরবান রিজিয়ন জোন ও থানায় জিডি করা হয়েছে বলে জানান য়ংরাও ম্রো’র বাবা।

 

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

৪ দিন অতিবাহিত হলেও এখনো য়ংরাও ম্রো’র সন্ধান মেলেনি

প্রকাশিত: ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
print news

 

 

মথি ত্রিপুরা, রুমা (বান্দরবান) প্রতিনিধিঃ

 

আজ ৪ দিন গত হলেও য়ংরাও ম্রোকে আজও সন্ধান মেলেনি। গত  (১১ আগস্ট) রোজ রবিবার বিকাল আনুমানিক ৫ঃ৩০ ঘটিকায় বান্দরবানে হারিয়ে যায় য়ংরাও ম্রো। য়ংরাও ম্রো একজন বাগান চাষি বলে জানা যায়।

 

বান্দরবান সদর উপজেলা ৪নং সুয়ালক ইউনিয়ন (৯ মাইল) ৬নং ওয়ার্ড বসন্ত পাড়ায় একজন স্থায়ী বাসিন্দা। তার দুই ছেলে এক মেয়ে সন্তানের পিতা। হারিয়ে যাওয়া ব্যাপারে, য়ংরাও ম্রো এর ঘনিষ্ঠ সহকর্মীর পারাও ম্রো (মাসু) সাথে কথা হলে তিনি সিএইচটি বার্তা ডট কম এ জানায়, অন্যান্য দিনের মতো গত ১১ তারিখ রবিবার বান্দরবানে যায় ড্রাগন ফল বিক্রয় করতে। সকাল ১১ টায় সদর এলাকায় নাসির ও শাহ আলমের মাল গুলো বিক্রি করে দেয়া হয়। মালগুলো বেচাকেনা শেষ করে আটচল্লিশ হাজার টাকা আমি তার (য়ংরাও) হাতে তুলে দিয়েছি।

 

তিনি আরও জানায়, দু’জনে দুপুরে ভাত খেয়ে আমরা যে যার মত বাজার করতে চলে যাই। ওই মুহূর্তে য়ংরাও আমাকে বলেছিল তোমরা আস্তে করে বাড়িতে চলে যাও। আমি পরে আসতেছি যেহেতু আমার বাইক আছে। আমি এক জায়গায় যাচ্ছি। কোন প্রয়োজন হলে আমাকে কল দিবে। এই কথা বলে সে চলে যায়। কোথায় যাবে সে কথাও বলে যাইনি আমাকে। তারপর আমরা বিকাল চারটার দিকে বাড়ি উদ্দেশ্যে রওনা দেই। বাড়িতে এসে টাকা পয়সা ভাগাভাগি করার জন্য এক জায়গায় বসা হলে তখন জানতে পারি যে, য়ংরাও এখনো বাড়িতে পৌঁছেনি। তারপর তার মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। তখন থেকে তার খোঁজ করতে করতে এখনো সন্ধান মিলেনি বলে জানান পিতা।

 

এ ব্যাপারে বান্দরবান রিজিয়ন জোন ও থানায় জিডি করা হয়েছে বলে জানান য়ংরাও ম্রো’র বাবা।