Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কোমল হাতে রং-তুলিতে নতুন বাংলাদেশের স্বপ্ন আঁকছে বিলাইছড়ির শিক্ষার্থীরা

print news

 

 

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

 

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা রংতুলির আঁচরে সাজিয়ে দিচ্ছে দেয়াল। বিলাইছড়ি পল্টন ঘাট এলাকা এবং উপজেলা বাসভবন দেয়ালসহ বিভিন্ন এলাকার দেয়াল প্রাচীরের দিকে একবার তাকালে আর দ্বিতীয়বার ফিরে তাকাতেন না পথচারীরা। কারণ আস্তর খসে পড়া প্রাচীরে ছিল বিভিন্ন দলের জাতীয় ও স্থানীয় নেতাদের পোস্টার। তবে এখন এর চেহারা বদলে গেছে।

 

455022489 1851160738711669 2364094836198607135 n

পথচারীরা দাঁড়িয়ে তুলছেন ছবিও। কারণ দেয়ালের বিভিন্ন অংশ ভরে যাচ্ছে দৃষ্টিনন্দন সব গ্রাফিতিতে। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আঁকা এসব দেয়াল চিত্রে মুগ্ধ সবাই। তারা লিখেছেন আমার ভূমি আমার মা, কেড়ে নিতে দিব না।

 

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকে এবং এর আগের দিন সোমবার থেকে উপজেলার বিভিন্ন দেয়ালে আঁকা শুরু করেছে এ সব ছবি। স্থান পেয়েছে কোটা আন্দোলনে শহীদ আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও তুলে ধরা হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন চিত্র। দেয়াল চিত্রে স্থান পেয়েছেন কল্পনা চাকমাও। কোথাও আবার ফুটে উঠেছে মাচাং ঘরসহ পাহাড়ে ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা নিদর্শন। দেয়ালজুড়ে এসব চিত্রকর্মে নতুন কিছুর আহ্বান। তরুণদের নতুন করে দেশ গড়ার স্বপ্ন।

 

সরেজমিনে ঘুরে দেখা যায়, বাজার ঘাট এবং উপজেলার বিভিন্ন স্থানে দেয়ালে এক মনে ছবি আঁকা চলছে শিক্ষার্থীদের। আঁকার ধরন দেখে বোঝা যায় আঁকা-আঁকিতে তেমন প্রশিক্ষিত না হলেও হাতের অঙ্কনেই ফুটে উঠেছে নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয়। চলার পথে হাটতে হাটতে মোবাইলে ভিডিও করছেন অনেকে, কেউ তুলছেন ছবি। দেয়ালে মানবেন্দ্র নারায়ণ লারমার, কল্পনা চাকমার চেহারা ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা।

453842852 3785924575012825 1547901608499969525 n

কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তারা জানায়, আন্দোলনটি সফল হওয়ার পর আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। আমরা রাস্তা পরিষ্কার, ট্রাফিকের কাজ ও দেয়াল লেখনিতেই থামব না। আমরা চাই আগামী প্রজন্মের একটি বাস যোগ্য বাংলাদেশ। তাই দেশ সংস্কারেও আমরা প্রত্যয়ই। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ একটি নতুন দেশে রুপান্তর হয়েছে। আমরা পাহাড়ে বৈষম্য দুর করতে চাই। আর যেন পাহাড়ে মানবাধিকার লঙ্ঘন না হয়। সকলে মিলে এ দেশটা কে একটি সোনার বাংলাদেশে পরিণত করতে বদ্ধপরিকর। তারা আর চাইনা প্রতিহিংসার রাজনীতি, চাইনা হিংসা বিদ্বেষ। চাই সকলের সমান অধিকার। বাধা আসলে ছাত্র আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার। দিতে হবে সকল সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার এবং পার্বত্য চুক্তি বাস্তবায়ন। দিতে হবে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং আর যেন উদ্ভব না ঘটে স্বৈরাশাসন সে দিকে খেয়াল রাখা, তারা আরও জানিয়ে দিলো পাহাড়ে আর অন্যায়, জুলুম, নির্যাতন চলবে না। রাজনৈতিক দলদের এবার বুঝা দরকার রাজনীতি কাকে বলে ! ! !

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

কোমল হাতে রং-তুলিতে নতুন বাংলাদেশের স্বপ্ন আঁকছে বিলাইছড়ির শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
print news

 

 

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

 

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা রংতুলির আঁচরে সাজিয়ে দিচ্ছে দেয়াল। বিলাইছড়ি পল্টন ঘাট এলাকা এবং উপজেলা বাসভবন দেয়ালসহ বিভিন্ন এলাকার দেয়াল প্রাচীরের দিকে একবার তাকালে আর দ্বিতীয়বার ফিরে তাকাতেন না পথচারীরা। কারণ আস্তর খসে পড়া প্রাচীরে ছিল বিভিন্ন দলের জাতীয় ও স্থানীয় নেতাদের পোস্টার। তবে এখন এর চেহারা বদলে গেছে।

 

455022489 1851160738711669 2364094836198607135 n

পথচারীরা দাঁড়িয়ে তুলছেন ছবিও। কারণ দেয়ালের বিভিন্ন অংশ ভরে যাচ্ছে দৃষ্টিনন্দন সব গ্রাফিতিতে। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আঁকা এসব দেয়াল চিত্রে মুগ্ধ সবাই। তারা লিখেছেন আমার ভূমি আমার মা, কেড়ে নিতে দিব না।

 

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকে এবং এর আগের দিন সোমবার থেকে উপজেলার বিভিন্ন দেয়ালে আঁকা শুরু করেছে এ সব ছবি। স্থান পেয়েছে কোটা আন্দোলনে শহীদ আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও তুলে ধরা হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন চিত্র। দেয়াল চিত্রে স্থান পেয়েছেন কল্পনা চাকমাও। কোথাও আবার ফুটে উঠেছে মাচাং ঘরসহ পাহাড়ে ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা নিদর্শন। দেয়ালজুড়ে এসব চিত্রকর্মে নতুন কিছুর আহ্বান। তরুণদের নতুন করে দেশ গড়ার স্বপ্ন।

 

সরেজমিনে ঘুরে দেখা যায়, বাজার ঘাট এবং উপজেলার বিভিন্ন স্থানে দেয়ালে এক মনে ছবি আঁকা চলছে শিক্ষার্থীদের। আঁকার ধরন দেখে বোঝা যায় আঁকা-আঁকিতে তেমন প্রশিক্ষিত না হলেও হাতের অঙ্কনেই ফুটে উঠেছে নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয়। চলার পথে হাটতে হাটতে মোবাইলে ভিডিও করছেন অনেকে, কেউ তুলছেন ছবি। দেয়ালে মানবেন্দ্র নারায়ণ লারমার, কল্পনা চাকমার চেহারা ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা।

453842852 3785924575012825 1547901608499969525 n

কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তারা জানায়, আন্দোলনটি সফল হওয়ার পর আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। আমরা রাস্তা পরিষ্কার, ট্রাফিকের কাজ ও দেয়াল লেখনিতেই থামব না। আমরা চাই আগামী প্রজন্মের একটি বাস যোগ্য বাংলাদেশ। তাই দেশ সংস্কারেও আমরা প্রত্যয়ই। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ একটি নতুন দেশে রুপান্তর হয়েছে। আমরা পাহাড়ে বৈষম্য দুর করতে চাই। আর যেন পাহাড়ে মানবাধিকার লঙ্ঘন না হয়। সকলে মিলে এ দেশটা কে একটি সোনার বাংলাদেশে পরিণত করতে বদ্ধপরিকর। তারা আর চাইনা প্রতিহিংসার রাজনীতি, চাইনা হিংসা বিদ্বেষ। চাই সকলের সমান অধিকার। বাধা আসলে ছাত্র আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার। দিতে হবে সকল সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার এবং পার্বত্য চুক্তি বাস্তবায়ন। দিতে হবে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং আর যেন উদ্ভব না ঘটে স্বৈরাশাসন সে দিকে খেয়াল রাখা, তারা আরও জানিয়ে দিলো পাহাড়ে আর অন্যায়, জুলুম, নির্যাতন চলবে না। রাজনৈতিক দলদের এবার বুঝা দরকার রাজনীতি কাকে বলে ! ! !