নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ
গত এক সপ্তাহের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় তিন শতাধিক পরিবার। ক্ষতিগ্রস্থ এসব পরিবারের মাঝে চাল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে উপজেলার আটারকছড়া ইউনিয়নের উত্তর ইয়ারিংছড়ি ও লেমুছড়ি এলাকার ক্ষতিগ্রস্থদের মাঝে ১০ কেজি হারে ৩৮০ পরিবারকে চাল প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কফিল উদ্দিন মাহামুদ।
এসময় বিতরণ কাজে সার্বিক সহযোগীতা করেন বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ব্যাটালিয়ন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লংগদু শাখার স্বেচ্ছাসেবকবৃন্দ।
আটারকছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অভিলাষ চাকমা বলেন, আমার ওয়ার্ডে প্রায় ৬০টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। সবার জন্য ১০ কেজি করে চাল বরাদ্ধ পেয়েছি। এতে অন্তত দুই তিনদিনের খাবারের যোগান হবে। পানি কমে গেলে ক্ষয়-ক্ষতির পরিমান কমে যাবে। মানুষজন তাদের বাড়িঘরে ফিরে যেতে পারবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কফিল উদ্দিন মাহামুদ বলেন, আমরা জরুরী ভিত্তিতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এছাড়াও ক্ষতিগ্রস্তদের বিষয়ে জেলা প্রশাসক স্যারকে অবগত করা হয়েছে। সরকারিভাবে ত্রাণ সামগ্রী আসলে আবারও ক্ষতিগ্রস্থতের সহযোগীতা করা হবে।