কাউখালী প্রতিনিধিঃ
মিতিঙ্গাছড়ি ধর্মগীরি সাধনা কুঠিরের অধ্যক্ষ পূজনীয় অর্থদর্শী (বটপাতা) ভান্তে আজ বুধবার (২৮ আগষ্ট) কাউখালী সদরে শিষ্যসহ প্রথমবারের মত কাউখালী সদরে পিন্ডচারণ করেন। ধর্মগীরি সাধনা কুঠিরের অধ্যক্ষ অর্থদর্শী ভান্তে (বটপাতা ভান্তে) সহ মোট ২৬৩ জন ভান্তে ও শ্রামণ নিয়ে এই পিন্ডচারণ এ অংশগ্রণ করেন। পিন্ডচরণ শেষে কাউখালী সদরের বৌদ্ধ সম্প্রদায়ের আয়োজনে এক সমবেত মহাপূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্ল্যেখ্য, গতকাল ২৭ অক্টোবর মিটিঙ্গাছড়ি সাধনা কুটিরের উদ্যেগে ২৫২ জনকে গনপ্রবজ্যা দেওয়া হয়। আগামী ৩ অক্টোবর অর্থদর্শী ভান্তের ৩০ তম শুভ জন্মদিনকে সামনে রেখেই মূলত এই গণপ্রবজ্যার আয়োজন করা হয়। এ উপলক্ষে ঐদিন মহসংঘদান অনুষটানের আযোজন করা হয়েছে।
এ ব্যাপারে মিটিঙ্গাছড়ি এলাকার যুবক বিধান চাকমা (হাম্মোনি) বলেন, আজ থেকে ৭ দিন ধরে পিন্ডচারণ বিভিন্ন স্থানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আয়োজন অনুষ্ঠিত হবে। তথাগত সম্যক সম্বুদ্ধের অহিংসা পরম ধর্ম নীতি অনুশীলনের মাধ্যমে নির্বাণ লাভের হেতু সম্পাদন করার লক্ষ্যে পূণ্যার্থীরা পিন্ডচারণের আয়োজন করে থাকেন।
তিনি আরো বলেন, অর্থদর্শী ভান্তে অত্র এলাকায় বৌদ্ধ ধর্ম প্রচার প্রসার এবং বুদ্ধের সঠিক নীতি আদর্শ সাধারণ মানুষের মাঝে অকাতরে বিলিয়ে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। মূলত অর্থদর্শী ভান্তের অনুপ্রেরণায় এসব ধর্মীয় অনুষ্টানের আয়োজন করে বৌদ্ধ ধর্মবলম্বীরা। এ সুবাদে দায়ক-দায়িকারা পূর্ণ্যকর্ম করার সুযোগ পাচ্ছেন।
নিম্নে পিন্ডচারণ এর স্থান ও সময়সূচীঃ–
২৯/০৮/২৪ :- জিমনেশিয়াম, রাঙ্গামাটি সদর।
৩০/০৮/২৪ :- সীম্যান্স হোস্টেল, চট্টগ্রাম।
৩১/০৮/২৪ :- আসামবস্তী ব্রীজ, রাঙ্গামাটি।
১/০৯/২৪ :- ঘাগড়া বাজার থেকে কলেজ মাঠ।
০২/০৯/২৪ :- কুকিমারা।
০৩/০৯/২৪ :- কতৃপক্ষ।
০৪/০৯/২৪:- মিতিংগাছড়ি।
সময়- সকাল ৫:৫০ ঘটিকা।