রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধিঃ
বন্যায় আক্রান্ত চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি পরিবার।
বুধবার (২৮ আগস্ট) দুপুর ১ টায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রান তহবিলে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ হতে ৪০ হাজার টাকার নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এসময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরীর এই অর্থ গ্রহণ করেন।
বিতরণকালে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক ও ত্রান বিতরণ কমিটির প্রধান সমন্বয়ক আনিছুর রহমান, শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য ও ত্রান বিতরণ কমিটির সদস্য সচিব মংচাই মারমা এবং উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য বাবলু বিশ্বাস অমিত উপস্থিত ছিলেন।