কাউখালী প্রতিনিধিঃ
মিতিংগাছড়ি সাধনা কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ অর্থদর্শী ভান্তে (বটপাতা ভান্তে) আগামী ৩রা সেপ্টম্বর ৩০ তম শুভ জন্মদিন উপলক্ষ্যে পিন্ডচারণ অনুষ্টানের ৫ম দিনে ঘাগড়ায় পিন্ডদচরণ করেন।
আজ রোববার (১ সেপ্টেম্বর) ঘাগড়া এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বীরা এ পিন্ডচারণ এর আয়োজন করেন। সকাল ৬ টায় ঘাগড়া বাজার থেকে ঘাগড়া আনসার ক্যাম্প পর্যন্ত পিন্ডচরণ করেন পূজনীয় ভিক্ষু শ্রামনেরা। এসময় শতাধিক পূণ্যার্থী পিন্ডদান করেন।
পিন্ডদান শেষে ২৫০ এর অধিক ভিক্ষু সংঘ দু’ভাগে ভাগ হয়ে পিন্ড গ্রহণ করেন। তন্মধ্যে মহাজন পাড়া এলাকার তিরাজ চন্দ্র চাকমার (সাবেক চেয়ারম্যান) বাড়িতে এবং কিছু অংশ জুনুমাছড়া নিবাসী সুন্দর মনি চাকমা’র (সাবেক মেম্বার) বাসায় পিন্ড গ্রহণ করেন। পিন্ড গ্রহণ শেষে পানীয় দান করা হয় এবং অর্থদর্শী ভান্তে সুন্দর মনি চাকমার বাড়িতে সমবেত পূণ্যার্থীদের উদ্দ্যেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন।