নিজস্ব প্রতিনিধি, রাঙামাটিঃ
অবশেষে রাঙামাটির পৌরসভার বহুল আলোচিত বির্তর্কিত ‘অবৈধ স্থাপনা, উচ্ছেদ করেছে পৌর কর্তৃপক্ষ। পৌরপ্রশাসকের নির্দেশক্রমে ৯ সেপ্টেম্বর সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ।
পৌরসভা সুত্রে জানাগেছে, পৌরসভার সামনে নারিকেল বাগান খালি জায়গায় মনিকা আকতার নামে যুবলীগ নেত্রী ৫ হাজার টাকা অগ্রিম দিয়ে প্রস্ত ১৫ ফুট, দৈর্ঘ্য ৩৫ ফুট একটি খালি জায়গা ভাড়া নিয়েছে। পরে মনিকা একটি কাঠের ২য় তলা টিনসেট অবৈধভাবে ৩টি দোকান বৈঠকের স্থান করে একটি মিনি পার্ক গড়ে তুলে ভাড়া প্রদান করেছে। একটি দোকানের চুক্তিমতে ৩১/০৮/২০২২ সালে মেয়াদ উল্টীর্ণ হওয়ায় ৫টি নোটিশ প্রদান করেছে পৌর কর্তৃপক্ষ। এছাড়া গত কিছুদিন আগে পৌরসভাকে নোটিশ দিলে মনিকা আকতার রির্জাভ বাজার জসিমের ছেলেদের দিয়ে পৌরসভার কর্মচারীদের অশ্লীন গালিগালাজ ও হামলা করতে আসছে বলে অভিযোগ করেছে পৌর কর্তৃপক্ষ।
উল্লেখ্য, তার আগে প্রথম শুরুতে জামাল উদ্দীন কাউন্সিলর নতুন ভাবে আরো দোকান বৃদ্ধি করতে গেলে এই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। সেই সময় সাবেক মেয়র দেশের বাইরে ছিলেন। যার প্রেক্ষিতে জামাল কাউন্সিলর প্রতিবেদককে মনিকা পৌরসভার সাবেক মেয়র ভাড়া দিয়েছে একটি দোকান সাবেক মেয়র না আসা পর্যন্ত দোকান বৃদ্ধি করা যাবে না। কিন্ত মনিকা আকতার নতুনভাবে আরো ১টি দোকান করার সময় পৌরসভার কয়েকটি ফল গাছ কেটে ফেলায় কোতয়ালী থানায় অভিযোগ করে কার্যক্রম বন্ধ করেছি।
এদিকে মনিকার আকতার বিরুদ্ধে নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রতিনিধি অভিযোগ করে বলেন, মনিকা আকতার সাবেক ক্ষমতাসীন সরকারের রাঙামাটির শীর্ষ নেতাদের মধ্যে বিএনপির একজনসহ ১০/১২ জনকে ব্ল্যাকমেইল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে জনশ্রুতিও রয়েছে।
এই বিষয়ে মনিকার মোবাইলে ফোন দিয়ে সংযোগ পাওয়া যায়নি। তবে পুর্বের বক্তব্যর আংশিক তুলে ধরেছি, মনিকা আকতার বলেছে আমি অগ্রিম দিয়েছি একলক্ষ টাকা সাবেক মেয়রকে এবং এসব নিমার্ণ ব্যয় হয়েছে চার লক্ষাধিক টাকা। এসব ব্যয় উঠানোর জন্য দোকান ঘর বৃদ্ধি করেছি। একলক্ষ টাকার ষ্টাম্প স্বাক্ষর আসল নাকি নকল বুঝা যায়নি।