এম এস শ্রাবণ মাহমুদঃ
রাংগামাটি জেলার কাউখালী উপজেলাস্থ ৩নং ওয়ার্ড বেতবুনিয়া মডেল ইউনিয়ন এলাকার গজালিয়া পাড়া (শাহ্ মালেকিয়া আল কুতুবি বায়তুল নূর) জামে মসজিদের নবপরিচালনা কমিটি গঠিত হয়েছে।
এতে সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক প্রবাসী হাজী মোহাম্মদ ইউনুস খানকে নির্বাচিত করায়, অত্র এলাকার নবনির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ সহ মুসলিম পরিবার এবং সমগ্র সমাজবাসী-কে কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়েছেন।