রিপন মারমা, কাপ্তাইঃ
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন ৫নং ওয়ার্ডের বড় পাগলী পাড়ার পাগলি ঝিরিতে পার হতে গিয়ে মৌমিতা তনচংগ্যা নামে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় এই ঘটনা ঘটে বলে জানান ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য তপন তনচংগ্যা।
তিনি আরোও জানান, গত মঙ্গলবার জুমে কাজ করে তরি তরকারি নিয়ে ফেরার পথে বড় পাগলি ভাইজ্জাতলী এলাকার সুরেশ তনচংগ্যার সহধর্মিণী মৌমিতা তনচংগ্যা পাগলী ঝিরিতে পাড় হতে গিয়ে পাহাড়ি ঢলে ভেসে যায়।
জুমের কাজে ব্যবহৃত গৃহবধূর ঝুড়ি এবং তাঁর গায়ের পরনের জামা খালের কাছে পাওয়া গেলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত বুধবার সন্ধ্যায় ৬টা পর্যন্ত নিখোঁজ গৃহবধূর কোন খোঁজ পাওয়া যায় নাই। এই ব্যাপারে নিখোঁজ পরিবারের পক্ষ হতে তাঁর স্বামী সুরেশ তনচংগ্যা বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আড়াই টায় কাপ্তাই থানায় একটা নিখোঁজ ডায়েরি করেন।
কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, নিখোঁজ গৃহবধূ এর পরিবারের পক্ষ হতে কাপ্তাই থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
ছবি ক্যাপশন: নিখোঁজ গৃহবধূ মৌমিতা তঞ্চঙ্গ্যা ফাইল ছবি।