মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ৯ সেপেটম্বর বুধবার বোধনের মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব চলবে। উদ্বোধনী দিনটিকে ‘মহা ষষ্ঠী’ বলা হয়।
মানিকছড়ি শ্রী শ্রী রাজশ্যামা কেন্দ্রীয় কালী মন্দির পূজা উদযাপন কমিটি সভাপতি টিটু পাল ও সাধারণ সম্পাদক সঞ্জয় দেব নাথ বলেন, এ বছর উপজেলায় চারটি মন্ডপে চলবে দূর্গোৎসব। শ্রী শ্রী রাজশ্যামা কেন্দ্রীয় কালী মন্দির, একত্যা পাড়া হরি মন্দির, তিনটহরী দূর্গা মন্দির, বড়তলী দূর্গা মন্দিরে দূর্গােৎসব অনুষ্ঠিত হবে। পাহাড়ের দূর্গাপূজায় সময়ের হিন্দু সম্প্রদায় পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ে মিলন পরিনত হয়।
প্রতিমা তৈরি কারিগর বিশ্বজিৎ পাল বলেন ১০- ১২ বছর যাবৎ তিনি প্রতিমা তৈরি কাজ করছেন। এ বছরও প্রতিমাকে সবচেয়ে সুন্দর, তার হাতের ছোঁয়া, রং তুলিতে ফুঁটিয়ে তুলছেন । পাশাপাশি মন্ডপে সাজসজ্জার বৈচিত্র্য আনতে কাজ চলছে।
এদিকে মানিকছড়ি বাজারে দোকানে বিভিন্ন বয়সী নারী, পুরুষে চলছে পূজার কেনাকাটা। পূজার নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে ক্রেতাদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্গাপূজা উদযাপনের সময় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পূজা মন্ডপে সিসি ক্যামরা স্থাপনে কড়া নজর থাকবে নিরাপত্তা ব্যবস্থা।
আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব।