নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ
মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির লংগদুতে ৩টি পুজা মন্ডপে একযোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গা পূজা উদযাপন শুরু হয়। পাঁচ দিনের এই উৎসব আনন্দমুখর করে তুলতে নানা আয়োজন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গার আরাধনা।
দুর্গোৎসবের মহা অষ্টমীতে শুক্রবার উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসেন খান ও পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বী লোকজনের খোঁজ খবর নেন এবং পূজার ব্যাপকতা ও বর্ণিল আয়োজন দেখে মুগ্ধ হবার অনুভূতি প্রকাশ করেন।
এসময় তিনটিলা শ্রী-শ্রী রাধা কৃষ্ণ সেবাশ্রম মন্দির, শ্রী-শ্রী জালিয়াপাড়া শিব মন্দির, মাইনী বাজার শ্রী-শ্রী হরি মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন ও আইন শৃঙ্খলার খোঁজ খবর নেন। পরিদর্শনকালে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ, ৩৮ আনসার ব্যাটালিয়ন কমান্ডার মামুন মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আওয়াল চৌধুরী, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নাছির উদ্দীন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সম্পাদক কুশল চৌধুরী, মাইনীমূখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, মাইনী বাজার কমিটির সভাপতি মো. আব্দুর রশিদ, বিভিন্ন মন্দির কমিটি ও পূজা উদযাপন কমিটি সভাপতি-সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্যান্য জায়গার ন্যায় লংগদুতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন।