Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রুমায় আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখের হাসি

print news

 

 

হ্লাসিং থোয়াই মার্মা, বান্দরবানঃ

 

২৬ অক্টোবর ’২৪ চলতি মৌসুমে বান্দরবানে রুমায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি ফলনের দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। ভালো ফসল উৎপাদন হওয়ায় কৃষকের মুখে ফুটছে হাসি।

 

সরজমিনে গিয়ে দেখা যায়, মাঠ ভরা কৃষকের পাকা সোনালী ধান। ফলন ঘরে তুলতে মাঠে মাঠে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ধান কাটার ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষকের মুখে হাসি কাঙ্কিত ফসল পেয়ে।

 

সদর ইউনিয়নের কৃষক করিম মিয়া জানান, এবছর আমন ধানের অনেক ভালো ফলন হয়েছে। তবে শুরুর দিকে জমি তৈরি করতে অনেক পরিশ্রম করেছি। আবহাওয়া ভালো হওয়ায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে।

462557611 1255181755683096 3504667020436614685 n

রুমা উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর ২৭ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। লক্ষ্য মাত্রা ছাড়িয়ে অর্জিত হয়েছে ৩২ হেক্টর জমিতে। ফলন হয়েছে ১৬০ মেট্রিক টন।

 

রুমা উপজেলা কৃষি অফিসার কাজী রাকিব জোবায়ের জানান, এবছর প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কম ও পরিবেশ অনুকূলে থাকায় আমন ধানের ফলন ভালো হয়েছে। কৃষকদের সহযোগিতা করতে বিনামূল্যে ধানের বীজ, প্রয়োজনীয় রাসায়নিক সার ও আমন ধানের বিভিন্ন রোগ বালাই সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে। পরিচর্যায় ত্রুটি না থাকায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

রুমায় আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখের হাসি

প্রকাশিত: ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
print news

 

 

হ্লাসিং থোয়াই মার্মা, বান্দরবানঃ

 

২৬ অক্টোবর ’২৪ চলতি মৌসুমে বান্দরবানে রুমায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি ফলনের দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। ভালো ফসল উৎপাদন হওয়ায় কৃষকের মুখে ফুটছে হাসি।

 

সরজমিনে গিয়ে দেখা যায়, মাঠ ভরা কৃষকের পাকা সোনালী ধান। ফলন ঘরে তুলতে মাঠে মাঠে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ধান কাটার ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষকের মুখে হাসি কাঙ্কিত ফসল পেয়ে।

 

সদর ইউনিয়নের কৃষক করিম মিয়া জানান, এবছর আমন ধানের অনেক ভালো ফলন হয়েছে। তবে শুরুর দিকে জমি তৈরি করতে অনেক পরিশ্রম করেছি। আবহাওয়া ভালো হওয়ায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে।

462557611 1255181755683096 3504667020436614685 n

রুমা উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর ২৭ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। লক্ষ্য মাত্রা ছাড়িয়ে অর্জিত হয়েছে ৩২ হেক্টর জমিতে। ফলন হয়েছে ১৬০ মেট্রিক টন।

 

রুমা উপজেলা কৃষি অফিসার কাজী রাকিব জোবায়ের জানান, এবছর প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কম ও পরিবেশ অনুকূলে থাকায় আমন ধানের ফলন ভালো হয়েছে। কৃষকদের সহযোগিতা করতে বিনামূল্যে ধানের বীজ, প্রয়োজনীয় রাসায়নিক সার ও আমন ধানের বিভিন্ন রোগ বালাই সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে। পরিচর্যায় ত্রুটি না থাকায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে।