বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে দেয়া নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।
বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, বান্দরবান জেলা পর্যটন নির্ভর একটি এলাকা। এখানকার অধিকাংশ মানুষ এ শিল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত। পর্যটক না আসলে এখানকার মানুষ কর্মহীন হয়ে বিভিন্ন ভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই পর্যটন শিল্পের বিকাশ ও স্থানীয়দের অর্থনৈতিক মান উন্নয়নের কথা চিন্তা করে দ্রুত এ উপজেলার পর্যটন স্পট গুলো খুলে দেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, নিরাপত্তা বিবেচনায় আগামী সপ্তাহের মধ্যে লামা, আলিকদম, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদর উপজেলার পর্যটন কেন্দ্র গুলো পর্যটক ভ্রমনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে ধীরে ধীরে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলা গুলোও উন্মুক্ত করে দেয়া হবে।
এ সময় বান্দরবানে নবাগত পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, র্যাব ১৫ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: আবুল কালাম আজাদ, বান্দরবান সেনা রিজিয়নের মেজর মো: শায়েখ উজ জামান, বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি মো: সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক জসিমউদ্দীন সহ জেলার পর্যটন ব্যবসায়ীর ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
প্রসঙ্গত, গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনিবার্য কারন বশত: খাগড়াছড়ি – রাঙামাটি সহ বান্দরবান জেলায় সব ধরনের দেশী বিদেশী পর্যটকদের ভ্রমনে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন।