বিশেষ প্রতিনিধি, রাঙামাটিঃ
আওয়ামীলীগ নেতা কর্তৃক একটি বাইক এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ায় সংবাদ সম্মেলন করেছেন রাজস্থলী উপজেলা বিএনপির ঠিকাদর এক নেতা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল ৩ টায় রাজস্থলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু রাজস্থলী প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন।
লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি নেতা মোঃ বাবলু জানান, বিগত আওয়ামী সরকারের আমলে আমাকে আওয়ামীলীগ নেতারা বিভিন্ন ভাবে মামলা হামলা দিয়ে হয়রানি করে আসছিলো। আমার বিরুদ্ধে রাজনেতিক এবং একাধিক বন মামলা দায়ের করে। কোন কোন সময় আমাকে শারীরিকভাবে হেনস্তা ও আক্রমণ করেছে। বিগত ২০১৫ সালের ১৯ সেপ্টেম্বর আনুমানিক দুপুর ১.৩০ মিনিটে আমি মোটরসাইকেল যোগে উদালবনিয়া বাজার থেকে বাঙ্গালহালিয়া যাওয়ার পথে ছাগলখাইয়া স্কুলের নিকটবর্তী রাস্তায় আসলে প্রধান হামলাকারী জিডিতে উল্লেখিত ১. মোঃ ইয়াছিন আলি, পিতা : আমিনুর ইসলাম সাং পদুয়া থানা- রাঙ্গুনিয়া জেলা: চট্রগ্রাম সহ ৪/৫ জন মিলে আমার গায়ে হাত তোলে এবং আমার ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেলসহ নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা কেড়ে নিয়ে যায়। এই বিষয়টি সেই সময় দৈনিক পূর্বদেশ, দৈনিক সাঙ্গুসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচার করা হয় এবং সে সময়ে থানায় মামলা করতে গেলে আসামীরা স্বৈরাচারী সরকারী দলের অনুসারী হওয়ায় তাদের বিরুদ্ধে কোন মামলা গ্রহণ করে নাই। শুধুমাত্র ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ জিডি করা হয়েছে। থানা জিডিতে এতে ৪/৫ অজ্ঞাত নামে উল্লেখ রয়েছে জানা যায়।
এছাড়াও মোঃ বাবলু গণমাধ্যমকে জানান, প্রাণ নাশের হুমকি থাকায় আদালতেও কোন মামলা করার সাহস পাইনি বলে জানানো হয়। আসামীরা বর্তমানে রাজস্থলীর পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলায় আমার নামে বিভিন্ন মিথ্যা বানোয়াট মামলা করে হয়রানি করার চেষ্টা পায়তারা করছে উল্লেখ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি নিরপেক্ষভাবে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের আওতায় আনার জন্য প্রার্থনা করছি সংবাদ সন্মেলন প্রেস বিজ্ঞপ্তিতে জানান।