শুভ বৈশাখী পূর্ণিমা (বুদ্ধ পূর্ণিমা) তিথিতে তথাগত গৌতম বুদ্ধের আর্বিভাব (জন্ম গ্রহণ), বুদ্ধত্ব লাভ (বৌধি জ্ঞান লাভ) ও মহাপরিনির্বাণ লাভ সহ ত্রি-স্মৃতিবিজরিত। এ লক্ষ্যে বাংলাদেশ সহ সারাবিশ্বে বৌদ্ধ রাষ্ট্রগুলোতে মহাসমারোহে পালিত হচ্ছে শুভ বৈশাখী পূর্ণিমা। এই ত্রি-স্মৃতিবিজরিত মহামানব গৌতম বুদ্ধের মৈত্রীময় বাণী সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে শান্তির ছায়া বর্জিত হউক।