
প্রিন্স এডওয়ার্ড মাংসাং, বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ঈদুল আজহাকে পুজি করে বাস সহ অন্যান্য যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মধুপুর বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে মধুপুর বাসস্ট্যান্ডে দূরপাল্লার বিনিময় বাস, প্রান্তিক বাস, জামালপুর গামী বাস, শেরপুরগামী বাস, উত্তরবঙ্গগামী বাস এবং সিএনজি পরিবহনে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪ টি মামলায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ঈদ সামনে রেখে বেশি মুনাফার লক্ষ্যে মিষ্টি বিক্রেতাগন মিষ্টির প্যাকেটের ওজন বৃদ্ধি করে বহুদিন থেকে মিষ্টি জিলাপি বিক্রি কের আসছিল, সেই অভিযোগের ভিত্তিতে তাদেরকে সর্তক করাসহ দোকানে মজুদ রাখা মিষ্টির প্যাকেট ধংস করা ফেলা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর্জা জুবায়ের হোসেন। এসময় মধুপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো: সালমানসহ সেনাবাহিনীর একটি চৌকস দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ম্যাজিস্ট্রেট জানান।