প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ । ১:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

বরকলে দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

 

মিকেল চাকমা, নিজস্ব প্রতিবেদকঃ

বরকলে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আয়োজিত কৃষক প্রশিক্ষণে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো :মনিরুজ্জামান।

এছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপজেলার ৫ টি ইউনিয়ন থেকে ৩০ জন কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষনে অংশগ্রহণকারী অনেকে জানান, প্রশিক্ষণে শেখা বিষয়গুলো বাস্তবে মাঠ পর্যায়ে কাজে লাগিয়ে আমের অধিক উৎপাদন বাড়ানো সম্ভব হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, প্রশিক্ষনে কৃষকরা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কিভাবে আম প্রুনিং, ব্যাগিং ও বালাই ব্যবস্থাপনা করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো :মনিরুজ্জামান বলেন, পার্বত্য এলাকায় আমের ফলন মোটামুটি হয়। আমের সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক পদ্ধতি ব্যবহার না জানার কারণে আমে পোকা থাকে। ফলে কৃষকরা বাজারে ন্যায্য মূল্য পাই না ।এই বিষয়ে কৃষকদের সচেতন করতে উপজেলাভিক্তিক প্রশিক্ষণ চলমান রয়েছে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন