
সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি,র উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় জোন এলাকায় বসবাসরত গরীব ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন ধরণের মালামাল বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টার সময় রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আহসান উল ইসলাম উপস্থিত থেকে সদর দপ্তরে এসব মালামাল বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় বিজিবির পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখিত উপকরণ গুলো হচ্ছে স্প্রে মেশিন, কোদাল, হাইব্রীড বীজ এবং কৃষিকাজের জন্য আর্থিক সহয়তা, অসহায়, দরিদ্র পরিবারের বসতঘর নির্মাণের জন্য ৪ বান্ডিল ঢেউটিন, খাগড়াবিল ও সোনাইপুল মাদ্রাসার জন্য ৪টি সিলিং ফ্যান ৪টি হোয়াইট বোর্ড, মসজিদে আইপিএস সহ অন্তুপাড়া জুনিয়র হাই স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে রামগড় ৪৩ বিজিবি জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ এবং পাহাড়ী ও বাঙ্গালী সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি রক্ষায় রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের জীবন যাত্রার মানোউন্নয়নের জন্য এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে ।