
নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ
বরকল উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর আয়োজনে মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বরকল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এহছান। এ প্রশিক্ষণে ৪৪ জন গ্রামভিত্তিক মহিলা ভিডিপি সদস্যা অংশগ্রহণ করেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো গ্রামীণ নারীদের দক্ষ করে তোলা, তাদের আত্মনির্ভরশীল ও সচেতন করে সমাজে নেতৃত্ব গড়ে তোলা, নারীশক্তিকে উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করা।
তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ নারীদের শুধু সংগঠিত করে না, বরং আত্মবিশ্বাসী করে তোলে। তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়। এটি নিঃসন্দেহে বরকল উপজেলায় নারী জাগরণ ও দক্ষতা বৃদ্ধির এক নতুন পদক্ষেপ।