প্রকাশের সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ । ৩:৪০ এএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

ঘাগড়া বাজার নির্বাচিত পরিচালনা পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

 

কাউখালী প্রতিনিধিঃ

নব্যনির্বাচিত ঘাগড়া বাজার পরিচালনা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ঘাগড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি শান্তি মনি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অর্জুন মনি চাকমা, ৩নং সাবেক ইউপি চেয়ারম্যান জগদীশ চাকমা।

এসময় উপস্থিত ছিলেন, ঘাগড়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক যীশু কুমার বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ক্যাছিমং রাখাইন প্রমুখ।

ত্রি-বার্ষিক নির্বাচনে সদ্য নির্বাচিত ঘাগড়া বাজার পরিচালনা কমিটির সকল সদস্যদের সঙ্গে এক মতবিনিময় ও পরিচিতি সভা আয়োজন করা হয়।

 

ঘাগড়া বাজার পরিচালনা কমিটির পরিচিত সভায় প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন বাজারে ময়লা আর্বজনা যথাস্থানে রাখার সুবিধার্থে ৫টি ডাস্টবিন স্থাপনের ঘোষণা করেন।

ঘাগড়া বাজার পরিচালনা কমিটির ২১ সদস্য বিশিষ্ট কমিটির মতো ত্রি-বার্ষিক নির্বাচনে ভোটের মাধ্যমে সভাপতি পদে শান্তি মনি চাকমা, সাধারণ সম্পাদক যীশু কুমার বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক ক্যাছিমং রাখাইনকে (বিনা ভোটে) নির্বাচিত করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন