বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ (প্রবারণা পূর্ণিমা)২০২৫ উদযাপন উপলক্ষে হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৪ অক্টোবর) বিকেল ৪টায় উৎসব উদযাপন পরিষদের আয়োজনে শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠে হ্যান্ডবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় জাদিতং হ্যান্ডবল দল ও উজানী পাড়া হ্যান্ডবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনুমং’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।
ফাইনাল খেলায় ১৬ -১৪ গোলের ব্যবধানে জয় লাভ করে জাদিতং হ্যান্ডবল দল। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে নগদ অর্থ ও ট্রফি প্রদান করেন অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন, উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং, সহ-সভাপতি থুই সিং প্রু লুবু, সহ-সভাপতি নিনিপ্রু, সহসভাপতি খিংসাইন মং, সাধারণ সম্পাদক উক্যসিং মারমা, হ্যান্ডবল প্রতিযোগিতার আহবায়ক মং সি মং সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অনেকে।

অনলাইন ডেস্ক