
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিঃ
বরকলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) কর্তৃক বৌদ্ধ বিহার, শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ রবিবার (১৯ই অক্টোবর) ছোট হরিণা লুম্বিনী বন বিহার, কুকিছড়া বৌদ্ধ বিহার ও ছোট হরিণা বাজারের শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও ফ্রুটস বাস্কেট দান করা হয়।
এসময় ১২ বিজিবি হরিণা জোন কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী, ৫নং বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা ও অন্যান্য গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে দুর্গম এলাকার সাধারণ জনগণের সহায়তায় সর্বদা তৎপর রয়েছে।