প্রকাশের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ । ৩:৩৩ এএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

উপজেলা ও জাতীয় পর্যায়ে নির্বাচিত গুনী শিক্ষক ২০২৫ সংবর্ধনা পেলেন ইফফাত জাহান ও সবিনয় দেওয়ান

অনলাইন ডেস্ক

 

এম এস শ্রাবণ মাহমুদঃ

মঙ্গলবার (১১ নভেম্বর) ২৫ খ্রিঃ রাঙ্গামাটি শিশু একাডেমি হলে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার মহাজন এর সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন, বিশেষ অতিথি জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানস মুকুল চাকমা, ইউপিইটিসি এর ইন্সট্রাক্টর আব্দুল হালিম চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন সদরের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক গণ।

শাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি’র সহকারী শিক্ষক ইফফাত জাহান, এর ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, সদর, রাঙ্গামাটিকে।

এ-সময় তিনি আরো বলেন, এত সুন্দর, পরিচ্ছন্ন আয়োজনের মাধ্যমে আমাকে ও হেমন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি’র প্রধান শিক্ষক, সবিনয় দেওয়ান, স্যারকে সংবর্ধনা দেয়ার জন্য আমরা খুবই আনন্দিত। এই সাহসিকতা ও সম্মাননা আমাদের বহুদূর এগিয়ে নিয়ে যাবে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন