বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের দূরবর্তী রুমা উপজেলার ৬৪ জন চক্ষু রোগী পুনরায় চট্টগ্রামে রওনা হয়েছেন চোখের অপারেশনের জন্য। পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং-এর সার্বিক সহযোগিতায় এই রোগীরা বিনামূল্যে উন্নত চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাচ্ছেন।
শনিবার (২২ নভেম্বর) সকালে রোগীদের নিয়ে বিশেষ গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। দীর্ঘদিন ধরে চোখের বিভিন্ন সমস্যায় ভুগলেও আর্থিক অভাব এবং চিকিৎসা সুবিধার সংকটের কারণে অনেকেই চিকিৎসা নিতে পারছিলেন না। কেএসমং-এর উদ্যোগে এই রোগীরা আবারও নতুন আলো দেখার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছেন।
চোখের চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী দীর্ঘদিন ধরে ছানি, রিফ্রাকটিভ সমস্যা, চোখের প্রদাহসহ নানা চক্ষু জটিলতায় ভুগছিলেন। স্থানীয়ভাবে উন্নত চিকিৎসা না পাওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের চট্টগ্রামে নেওয়ার ব্যবস্থা করা হয়।
রোগী পাঠানোর এ কার্যক্রমে সহযোগিতা করেছে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা। যাত্রার আগে রোগীদের প্রাথমিক পরীক্ষা, ওষুধ বিতরণ এবং যাতায়াতের প্রয়োজনীয় প্রস্তুতিও নিশ্চিত করা হয়।
স্থানীয় জনপ্রতিনিধি রুমা উপজেলার পাইন্দু ইউনিয়ন চেয়ারম্যান উহ্লামং জানান, দূরবর্তী পাহাড়ি এলাকার মানুষের জন্য নিয়মিত চোখের চিকিৎসা অত্যন্ত জরুরি। তাই কেএসমং’র এই উদ্যোগ এলাকাবাসীর জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে। চিকিৎসা শেষে রোগীরা সুস্থ হয়ে ঘরে ফিরবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

স্থানীয়দের মতে, পাহাড়ি এলাকায় চক্ষু চিকিৎসার স্বল্পতা দূর করতে কেএসমং নিয়মিতভাবে যেসব মানবিক পদক্ষেপ নিচ্ছে, এটি তারই ধারাবাহিকতা। রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগের জন্য কেএসমংকে ধন্যবাদ জানান।
চিকিৎসা শেষে রোগীদের নিরাপদে ফিরে আসা পর্যন্ত পুরো কার্যক্রমের তদারকি করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনলাইন ডেস্ক