প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ । ১:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

কাপ্তাই নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক

  

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন  উপলক্ষে রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে মানববন্ধন, র‍্যালি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। “নারী কন্যা’র সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে শুরুতেই কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ়্য র‍্যালি বের হয়ে কাপ্তাই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা সদর সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পরে সকাল ১১ টায় উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরীতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। এসময় তিনি বলেন, একসময় পত্র, পত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে জানতে পারতাম নারী নির্যাতনের সংবাদ। তবে এখন নারীর প্রতি সহিংসতা অনেকাংশে কমে গেছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে নারীর প্রতি সহিংসতা সমতল থেকে কম আছে। তবে আমাদেরকে সম্পূর্ণ এই বিষয়ে রোধ করতে হলে আমাদেরকে বাল্য বিবাহ রোধ করতে হবে, কন্যা শিশুদেরকে স্কুলে পাঠাতে হবে। নারীদেরকে আত্মবিশ্বাস হয়ে গড়ে তুলতে হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা’র সভাপতিত্বে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা’র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা এবং সিনিয়র সাংবাদিক ঝুলন দত্ত প্রমুখ।

এ সময় কাপ্তাইয়ের বিভিন্ন অঞ্চল থেকে নারী নেত্রী, সংগঠক, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন এনজিও কর্মী, সরকারি দপ্তরের প্রতিনিধি, প্রথাগত নেতা এবং নানা শ্রেণী পেশার শতাধিক লোকজন অংশ নেন। বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন