সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
সীমান্তরক্ষার দায়িত্ব পালনই যেখানে কঠিন, সেখানে মানবিক উন্নয়ন ও শিক্ষাবিস্তারের মতো মহৎ কাজ—এই দুই দায়িত্ব একসঙ্গে পালন করে আরেকটি অনন্য নজির গড়ল রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ছোট আগলা পাড়ায় নিজস্ব অর্থায়নে নির্মিত প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে বিজিবি শুধু একটি ভবনই নির্মাণ করেনি, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে সৃষ্টি করেছে শিক্ষার নতুন ইতিহাস।
২৫ নভেম্বর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে স্কুলটির শুভ উদ্বোধন করেন রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ। অপ্রবেশ্য পাহাড়, সীমান্তঘেঁষা জঙ্গলে ঘেরা, মৌলিক সুযোগ-সুবিধা থেকে বিচ্ছিন্ন ছোট আগলা পাড়ায় বহু প্রজন্ম ধরে শিক্ষার জন্য কোনো স্থায়ী প্রতিষ্ঠান ছিল না। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ স্থানীয় জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিজিবির এই স্কুল নির্মাণ স্থানীয়দের চোখে এক “ঐতিহাসিক দিন” হিসেবে বিবেচিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক পাহাড়ি–বাঙালি জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কুল পরিচালনার সুবিধার্থে স্থানীয় কারবারীর নিকট নগদ অর্থ হস্তান্তর করেন অধিনায়ক। একই সঙ্গে বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় সব শিক্ষাসামগ্রী সরবরাহের ঘোষণা দেন, যা অচিরেই স্কুল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।
উদ্বোধন শেষে মতবিনিময় সভায় লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষার বাহিনী নয়; আমরা মানুষের পাশে দাঁড়ানোর বাহিনী। ‘অপারেশন উত্তরণ’–এর লক্ষ্যই হলো—দূর্গম পাহাড়ি জনপদে জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা এবং শিক্ষায় সমতা নিশ্চিত করা।” তিনি আরও জানান, বহু বছর ধরে বিজিবি বিনামূল্যে চিকিৎসা শিবির, খাদ্যসামগ্রী বিতরণ, শীতবস্ত্র সরবরাহ এবং প্রাকৃতিক দুর্যোগকালীন ত্রাণসহায়তা দিয়ে পাহাড়ি জনগোষ্ঠীর আস্থা অর্জন করেছে।

অনলাইন ডেস্ক