মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি :
বান্দরবানের সদর উপজেলার চিম্বুক ১২ মাইল ওয়াই জংশন বাজার সংলগ্ন দেওয়াই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আবেগঘন ও অনুপ্রেরণামূলক বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেনয়াং ম্রো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলেখ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক য়ংরিং ম্রো এবং চিম্বুক ১২ মাইল ওয়াই জংশন বাজার কমিটির সভাপতি সাংখাম ম্রো। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকগণ এবং বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেনয়াং ম্রো আবেগাপ্লুত হয়ে বলেন, তোমরা বড় করে চিন্তা করবে, দ্রুত কাজ করতে শিখবে। তোমাদের চিন্তাধারা যেন আমাদের চেয়েও বড় হয়। এই জন্যই আমরা তোমাদের শাসন করি, পথ দেখাই।

তিনি আরও বলেন, আমরা হয়তো সবাই গরিব পরিবার থেকে এসেছি, কিন্তু আমাদের মনমানসিকতা হতে হবে অনেক বড়। মনটা হতে হবে ধনীর মতো। মনের লক্ষ্য ছোট হলে চলবে না। মনের একটাই লক্ষ্য থাকবে—আমি আকাশের তারার মতো উজ্জ্বল হবো। সেই স্বপ্ন বাস্তবায়নের একমাত্র পথ হলো নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রম।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে খাতা ও কলম বিতরণ করা হয়। বিদায়ের মুহূর্তে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় অভিভাবকরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ভবিষ্যৎ জীবনের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

অনলাইন ডেস্ক