সাইফুল ইসলাম, রামগড়ঃ
“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো দেশ”, “বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে প্রবাসী পরিবার ও সাধারণ জনগণের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম।
সভায় উপস্থিত ছিলেন রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. আজিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা ও রামগড় ১নং ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রেহান উদ্দিন, অগ্রণী ব্যাংক রামগড় শাখার ব্যবস্থাপক মিঠুন ভৌমিক, রামগড় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শামীম বলেন, অভিবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, বিদেশে যেতে ইচ্ছুকদের অবশ্যই দক্ষ প্রশিক্ষণ গ্রহণ করা উচিত। দক্ষতা অর্জন করে বিদেশে গেলে ব্যক্তি ও দেশের উভয়েরই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে।
তিনি উল্লেখ করেন, আমাদের পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ না থাকায় কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে মানবসম্পদ রপ্তানিই দেশের উন্নয়নের অন্যতম প্রধান উপায়।
উল্লেখ্য, আন্তর্জাতিক অভিবাসী দিবস প্রতি বছর ১৮ ডিসেম্বর জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রে পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ ২০০০ সালের ৪ ডিসেম্বর দিবসটি বিশ্বব্যাপী পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।

অনলাইন ডেস্ক