প্রকাশের সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ । ৩:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

কাপ্তাইয়ে ইয়ুথ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত র‍্যালি আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতায় মুখর চারপাশ

অনলাইন ডেস্ক

 

রিপন মার্মা, কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এবং বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর কমিউনিটি হেলথ প্রোগামের যৌথ উদ্যোগে ইয়ুথ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে তরুণ তরুণীদের অংশগ্রহনে র‍্যালি, আলোচনা সভা এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ইয়ুথ ফেস্টিভ্যাল উপলক্ষে এদিন সকাল ৯ টায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী অডিটোরিয়াম হতে একটি বর্ণাঢ়্য র‍্যালি বের হয়ে চন্দ্রঘোনা দোভাষী বাজার, লিচুবাগান এবং কুষ্ঠ হাসপাতাল প্রদক্ষিণ করে আবারও অডিটোরিয়মে এসে শেষ হয়। র‍্যালিতে কাপ্তাই, রাঙ্গুনিয়া, বিলাইছড়ি এবং রাজস্থলী উপজেলার দুই শতাধিক তরুণ তরুণী অংশ নেন।

পরে সকাল সাড়ে ১০ টায় হাসপাতালের অডিটোরিয়াম আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন। এসময় তিনি বলেন, যুবকরা পারে একটি সুন্দর বাংলাদেশ বির্ণামানে। যুব শক্তিকে কাজে লাগিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা : প্রবীর খিয়াং এর সভাপতিত্বে তরুণী অন্তি দে’ র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন চন্দ্রঘোনা কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, হিল ফ্লাওয়ার সহকারী প্রকল্প ব্যবস্থাপক অজান্তা তনচংগ্যা এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ফিন্যান্স ম্যানেজার সন্তোষ বোস।

পরে যুব উদ্যোক্তা হিসাবে কাপ্তাইয়ের শিল্প এলাকার জেমিয়া ফারজানা নিতু এবং কাপ্তাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও বাই সাইকেল ট্রাভেলার বীর কুমার তনচংগ্যাকে সম্মাননা প্রদান করা হয়।

এদিকে ইয়ুথ ফেস্টিভ্যাল উপলক্ষে হাসপাতাল সংলগ্ন মাঠে ক্রীড়া প্রতিযোগিতা এবং হাসপাতালের অডিটোরিয়ামে তরুণ তরুণীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন