রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি:
পার্বত্য এলাকা সাজেকে কড়লা চাষ করে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ কৃষক রারেন্দু চাকমা। দুর্গম পাহাড়ি এলাকায় আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করে তিনি যেমন নিজের ভাগ্য বদলেছেন, তেমনি স্থানীয় কৃষকদের মাঝেও নতুন আশার আলো জ্বালিয়েছেন।
জানা যায়, কয়েক বছর আগে পারিবারিক জমিতে পরীক্ষামূলকভাবে কড়লা চাষ শুরু করেন রারেন্দু চাকমা। শুরুতে নানা চ্যালেঞ্জ থাকলেও কৃষি বিভাগের পরামর্শ ও নিজ উদ্যোগে উন্নত বীজ ব্যবহার, সঠিক পরিচর্যা এবং জৈব সার প্রয়োগের মাধ্যমে অল্প সময়েই ভালো ফলন পান তিনি। চলতি মৌসুমে তার কড়লা ক্ষেত থেকে উৎপাদিত কড়লা স্থানীয় বাজারের পাশাপাশি আশপাশের এলাকায় সরবরাহ করা হচ্ছে।
রারেন্দু চাকমা জানান, “আগে পাহাড়ে মূলত জুম চাষের ওপর নির্ভরশীল ছিলাম। কিন্তু কড়লা চাষ করে বুঝেছি পরিকল্পিত কৃষি করলে পাহাড়েও ভালো আয় করা সম্ভব।” তিনি আরও বলেন, কড়লা চাষে খরচ তুলনামূলক কম হলেও লাভ বেশি হওয়ায় ভবিষ্যতে চাষের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

স্থানীয় বাঘাইহাট ৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা জানান, পাহাড়ি অঞ্চলের মাটি ও আবহাওয়া কড়লা চাষের জন্য বেশ উপযোগী। রারেন্দু চাকমার সাফল্য দেখে ইতোমধ্যে অনেক কৃষক কড়লা ও অন্যান্য সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। সাজেকে রারেন্দু চাকমার এই উদ্যোগ শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পাহাড়ি কৃষিতে বিকল্প আয়ের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

অনলাইন ডেস্ক