প্রকাশের সময়: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ । ৩:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

লংগদুতে বিজিবির শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক

 

নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ

পাহাড়ি জনপদ রাঙামাটির লংগদু উপজেলার রাজনগরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উদ্যোগে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে রাজনগর ৩৭ বিজিবি জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন স্থানীয় দুই শতাধিক পাহাড়ি-বাঙালি অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

এ সময় তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা নয়, পাহাড়ি ও বাঙালি সব শ্রেণির মানুষের মানবিক সহায়তায় পাশে থাকতে চায়। পার্বত্য ও সীমান্ত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্বের অংশ।

শীতবস্ত্র বিতরণ শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ে জোন কমান্ডার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস দমন এবং গুজব প্রতিরোধে সামাজিক সচেতনতা ও সহযোগিতার আহ্বান জানান। পাশাপাশি পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা এবং মাদক ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বিষয়ে বিজিবির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন