সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধি:
বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ই জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং খাদ্য মন্ত্রণালয়ের অধীনে রাঙ্গামাটির জেলার উদ্যোগে বিদ্যালয়ে একটি কক্ষে এ-ই আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডাঃ নূর উদ্দিন, বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য অফিসার সৌরভ রায়।
উক্ত অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ খাদ্যাভ্যাস এবং নোংরা পরিবেশে তৈরি খাবারের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতন করেন। এছাড়াও অস্বাস্থ্যকর খাবারের মাধ্যমে ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস ও আমাশয়সহ প্রায় ২৮০টির বেশি রোগ ছড়ানোর ব্যাপারে সচেতনতা বৃদ্ধি উপর আলোচনা করেন যা দীর্ঘমেয়াদি পেটে পাথর বা কিডনির জটিলতা সৃষ্টি করতে পারে।

অনলাইন ডেস্ক