রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিথি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলের জনমনে স্বস্তি ও নিরাপত্তা বজায় রাখতে কাপ্তাই ও রাজস্থলীতে সেনাবাহিনীর বিশেষ টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে কাপ্তাই সেনা জোনের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান জোন কমান্ডার।
কাপ্তাই সেনা জোনে আয়োজিত এই সভায় কাপ্তাই ও রাজস্থলী উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাজমুল কাদির শুভ, পিএসসি বলেন, নির্বাচনের সময় যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও অবৈধ কর্মকাণ্ড রোধে কাপ্তাই ও রাজস্থলীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনাবাহিনীর বিশেষ টহল শুরু হয়েছে। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান পাহাড়ের শান্তি-শৃঙ্খলার স্বার্থে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। এই অভিযান নিয়মিত পরিচালিত হবে।
নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে এলাকায় পরিচয়পত্র বিহীন বহিরাগত ব্যক্তিদের গতিবিধি কড়া নজরদারিতে রাখা হবে। জনমনে স্বস্তি ফেরানোর লক্ষ্যে জোন কমান্ডার আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষ যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেজন্য সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে। তিনি যেকোনো ধরনের গুজব বা নাশকতামূলক কাজের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা এলাকার আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে জোন কমান্ডারের সাথে আলোচনা করেন এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

অনলাইন ডেস্ক