মিকেল চাকমা, রাঙ্গামাটিঃ
বরকল উপজেলার ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়ে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী মিলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ই আগষ্ট) বরকল উপজেলা প্রশাসনের আয়োজনে ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক জিতেন্দ্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ( মারুফ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসলাম সারোয়ার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মান্না, বরকল থানার প্রতিনিধি, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমাসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বিদ্যালয়ে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে সিড়ি নির্মাণ কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলার সামগ্রী বিতরণ করেন এবং ঠেগাদোর আন্দারমানিক মাধ্যমিক বিদ্যালয়কে ৮০ (আশি হাজার টাকা), ঠেগা খুব্বাং উচ্চ বিদয়ালয়কে ১ লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) বলেন, ঠেগার মতো দুর্গম এলাকায় এলাকাবাসী ও শিক্ষানুরাগী মিলে বিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রশংসনীয় কাজ। প্রত্যন্ত এলাকায় শিক্ষার উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা অব্যাহত থাকবে। এছাড়া দূরদূরান্ত থেকে আসা গরীব ও অসহায় শিক্ষার্থীদের জন্য চাউল বরাদ্দ দেবেন বলে আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা ও অন্যান্য বক্তারা।

অনলাইন ডেস্ক