প্রকাশের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ । ২:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

গোবিন্দগঞ্জে মোবাইল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাই ইউনিয়নের শীতল গ্রামে নজরুল ইসলাম নামে এক মোবাইল ব্যাকিং ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নজরুল ইসলাম (৩২), নাকাই ইউনিয়নের শীতলগ্রাম কানিপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার রাতে মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী নজরুল ইসলাম দোকানের লেনদেন শেষে দোকান থেকে বাড়ী ফেরার পথে, স্থানীয় মান্নান মন্ডলের জমির কাছে পৌঁছিলে ওৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে ফাঁকা ধানক্ষেতের পাশে পরিত্যক্ত মাঠে গলাকেটে হ’ত্যা করে। পরদিন সকালে এলাকাবাসী তাঁর গলাকাটা মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। এলাকাবাসীরা ধারনা করছেন সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে বেশ কয়েকজন হ্যাকার ধরা পড়ে। এই হ্যাকারদের সন্দেহ তার দোকানে বিকাশ, নগদে লেনদেনের কারণে, আইনশৃঙ্খলা বাহিনী এই তথ্য পেয়েছে এবং তারা ধরা পড়েছে। এ নিয়ে সন্দেহের জেরে তাকে গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে।

নিহ’ত নজরুল ইসলামের এক স্বজন অভিযোগ করে জানান, দোকান চুরি ও বিকাশে লেনদেন সংক্রান্ত বিরোধ জেরে তাকে হত্যা করা হয়েছে। নিহত নজরুল ইসলাম জামায়াতে ইসলামী শ্রমিক কল্যান ফেডারেশন নাকাই ইউনিয়ন ওয়ার্ড সভাপতি ছিলেন। এলাকাবাসী এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বুলবুল ইসলাম জানান, বিকাশ ব্যবসায়ীর মরদে’হ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন