প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ । ২:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

গাইবান্ধায় নদীতে ভেসেছিল শিক্ষিকার মরদেহ

অনলাইন ডেস্ক

 

মানিক সাহা, গাইবান্ধা:

নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া এক শিক্ষিকার মরদেহকে কেন্দ্র করে শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঘাঘট নদীর পূর্ব কোমরনই মিয়াপাড়া এলাকায় ভেসে ওঠে গাইবান্ধা এন এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাসমিন আরা নাজের মরদেহ।

স্থানীয়রা জানায়, ভোরে নদীতে মাছ ধরতে গিয়ে প্রথমে মরদেহটি দেখতে পান জেলেরা। পরে খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়।

এদিকে, একজন শিক্ষক ও সমাজে সম্মানিত ব্যক্তিত্বের এমন মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা—তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। স্থানীয়দের মধ্যে তীব্র আলোচনার ঝড় বইছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই শিক্ষিকার স্বামী ও পিতার বাড়ির সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় লোকজন দাবী করেছে তার বাড়ি গাইবান্ধা সদরের মিয়া পাড়ায়।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন