প্রকাশের সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ । ৫:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

রাঙামাটি রাঙ্গাপানি মিলন বিহারে ১ম সম্মিলিত জাতীয় কঠিন চীবর দান ও ৫১তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হবে

অনলাইন ডেস্ক

 

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিঃ

রাঙামাটিতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় ও রাঙাপানি মিলন বিহার পরিচালনা কমিটির যৌথ আয়োজনে ১ম সম্মিলিত জাতীয় কঠিন চীবর দান-২০২৫ ও ৫১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১০ ও ১১ অক্টোবর রাঙামাটি শহরের রাঙ্গাপানি মিলন বিহারে দুইদিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গতকাল সম্মিলিত জাতীয় কঠিন চীবর দান আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক রনজ্যোতি চাকমা ও সদস্য সচিব অশোক কুমার চাকমা যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন পার্বত্য জেলা ও টেকনাফ, রংপুর, দিনাজপুর, ঢাকা, কুমিল্লা, বরগুনা, পটুয়াখালী, কক্সবাজার, চট্টগ্রামসহ সারাদেশ থেকে তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষু ও দায়ক-দায়িকা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমাসহ আরও অনেক দায়িত্বশীল পদস্থ কর্মকর্তা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানানো হয়।

অনুষ্ঠানের সফলতা নিশ্চিত করতে বর্তমানে পুরোদমে প্রস্তুতির কাজ চলমান রয়েছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সারা বাংলাদেশ থেকে ৭৩ জন সদস্য বিশিষ্ট আয়োজক কমিটি ও ৩১জন সদস্য বিশিষ্ট ব্যক্তি নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, সার্কেল চীফ, তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, বিশিষ্ট সমাজসেবক, বৌদ্ধ ধর্মীয় নেতাসহ অন্যান্যরা যুক্ত আছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি পাহাড়ি ও সমতলের মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্য বৃদ্ধি পাবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন