প্রকাশের সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ । ৩:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

চিম্বুক রেঞ্জে ম্রো জনগোষ্ঠীর উদ্যোগে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু’র কুরাং বাজারে পথযাত্রা গণসংযোগ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

 

মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি:

বান্দরবানের রুমায় চিম্বুক রেঞ্জের কুরাং বাজারে ম্রো জনগোষ্ঠীর উদ্যোগে “পথযাত্রা গণসংযোগ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ১০ টা ৩০ মিনিটে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০নং সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও আহ্বায়ক, বান্দরবানের বিএনপি নেতা রাজপুত্র সাচিং প্রু জেরী। তাঁর সঙ্গে ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় পাড়া কারবারি এবং বিভিন্ন শ্রেণী–পেশার শতাধিক মানুষ।

গণসংযোগে বক্তব্য রাখতে গিয়ে সাচিং প্রু জেরী বলেন, “চিম্বুক” রেঞ্জের নাম পরিবর্তন করে ‘চিম্বক’ নামে এলাকায় একটি স্কুল ও কলেজ স্থাপন করা হবে। নির্বাচিত হলে সুপেয় পানি সরবরাহ এবং বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।

তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং ম্রোসহ পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। গণসংযোগ কর্মসূচিতে তাঁর সহধর্মিণীও উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পুরো অনুষ্ঠান সম্পন্ন হয়। শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে গণসংযোগ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন