সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা, প্রতিবাদী তারুণ্যের প্রতীক ও ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরীফ ওসমান হাদী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মুত্যুতে অন্তর্বতীকালীন সরকার গভীরভাবে শোকাহত। সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, তাঁর মৃত্যুতে শনিবার ২০ ডিসেম্বর ’২৫ রাষ্ট্রীভাবে শোক পালন করবে। তারই ধারাবাহিকতায় শোক দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান এঁর নির্দেশে ভোরে উপজেলার সকল সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
দেখা গেছে, উপজেলা প্রশাসন বিলাইছড়ি, উপজেলা বিএনপি দলীয় কার্যালয়, বিলাইছড়ি থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা প্রেসক্লাব, বিলাইছড়ি কলেজ, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, ফারুয়া ইউনিয়ন পরিষদ, বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ, কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, সমাজ সেবা অফিস, কৃষি অফিস, নির্বাচন অফিস, বেসরকারি উন্নয়ন সংস্থা হিলফ্লাওয়ার, ব্রাক অফিস, ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ প্রায় অন্যান্য সকল প্রতিষ্ঠান।

অনলাইন ডেস্ক