প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ৪:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

সাজেকে খিরা চাষে লাখ টাকার আয়ের আশা জ্ঞান কুমার চাকমার

অনলাইন ডেস্ক

 

রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি :

পার্বত্য এলাকা রাঙামাটির সাজেকে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে খিরা চাষ। প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে খিরা চাষ করে সফলতার মুখ দেখছেন স্থানীয় কৃষক জ্ঞান কুমার চাকমা। চলতি মৌসুমেই তিনি লাখ টাকার বেশি আয় করবেন বলে আশাবাদী। সাজেক ইউনিয়নের বাঘাইহাট বামে বাইবাছড়া গ্রামে একটি পাহাড়ি জমিতে প্রায় কয়েক একর জায়গা জুড়ে খিরা চাষ করেছেন জ্ঞান কুমার চাকমা। অনুকূল আবহাওয়া ও পাহাড়ি মাটির গুণাগুণে গাছের বৃদ্ধি হয়েছে সন্তোষজনক। বর্তমানে ক্ষেতজুড়ে সবুজ পাতায় ভরে উঠেছে হিরার ক্ষেত, যা দেখে আশাবাদী হয়ে উঠেছেন তিনি।

জ্ঞান কুমার চাকমা জানান, আগে তিনি ধান ও সবজি চাষ করলেও তাতে আশানুরূপ লাভ হতো না। কৃষি কর্মকর্তাদের পরামর্শে খিরা চাষে আগ্রহী হন তিনি। শুরুতে কিছুটা ঝুঁকি থাকলেও বর্তমানে ফলন ভালো হওয়ায় তার সেই শঙ্কা কেটে গেছে। তিনি আরও বলেন, “সব ঠিক থাকলে এবছর খিরা বিক্রি করে এক লাখ টাকারও বেশি আয় করতে পারবো বলে আশা করছি। এতে আমার পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে।”

স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা যায়, পাহাড়ি অঞ্চলে খিরা চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কম খরচে বেশি লাভ হওয়ায় ভবিষ্যতে সাজেকসহ আশপাশের এলাকায় এই চাষ সম্প্রসারণ করা যেতে পারে।

এদিকে জ্ঞান কুমার চাকমার সাফল্য দেখে অনেক স্থানীয় কৃষকই খিরা চাষে আগ্রহ প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক প্রশিক্ষণ ও সহায়তা পেলে পাহাড়ি অঞ্চলের অর্থনীতিতে খিরাপ চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন