প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ । ৬:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

আলীকদমে আদালতের আদেশ অমান্য করে পাহাড় কেটে ঘর নির্মাণের অভিযোগ পারুলে বিরুদ্ধে

অনলাইন ডেস্ক

 ‎

আলীকদম প্রতিনিধি, ‎বান্দরবান (আলীকদম) প্রতিনিধি:

‎বান্দরবানের আলীকদমে ২ন চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কারবারী পাড়া এলাকায় আদালতের রায় অমান্য করে এক নারীর ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে পারুল বেগমের বিরুদ্ধে। ‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) অভিযোগকারী শাহেনা বেগম (৩৫) জানান, পারুল বেগমের লোকজন গায়ের জোরে আমার ক্রয়কৃত জমিতে জোরপূর্বক ভাবে পাহাড় কেটে ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছে এবং প্রতিবাদ করায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি। ‎ভুক্তভোগী শাহেনা বেগম আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওবাইদুল হাকিম পাড়া গ্রামের বাসিন্দা।

তিনি জানান, ২৮৯নং চৈক্ষ্যং মৌজায় তার মৃত মায়ের নামীয় হোল্ডিং নং–৫০৭ এর অধীন ০.৭০ একর জমি তিনি ২০১৮ সালে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে বৈধ ভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ‎অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার স্থানীয় বাসিন্দা পারুল বেগম, মোঃ দারুসালাম, মোঃ বেলাল উদ্দিন, নুর বেগম ও লোকমান দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা করে আসছে। এ ঘটনায় পূর্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, বান্দরবানে সি আর নং–৬৬/২০২০ মামলা দায়ের করা হলে আদালত অভিযোগকারীর পক্ষে রায় প্রদান করেন। তবে আদালতের রায় অমান্য করে গত ৬ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা পুনরায় গায়ের জোরে জমিতে প্রবেশ করে পাহাড়ের মাটি কেটে ঘর নির্মাণের প্রস্তুুতি নেয় বলে অভিযোগ করেন শাহেনা বেগম। এ সময় তিনি বাধা দিলে অভিযুক্তরা দা ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলার চেষ্টা করে। প্রাণভয়ে তিনি দৌড়ে পালিয়ে গিয়ে বাড়িতে আশ্রয় নেন।

‎শাহেনা বেগম আরও জানান, অভিযুক্তরা এলাকার প্রভাবশালী ও সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনো সময় তার জানমালের ক্ষতি হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় শৃঙ্খলা শান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানান। ‎

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাহাড় কেটে বাড়ি নির্মাণের বিষয়ে পারুল বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ২৮৯নং চৈক্ষ্যং মৌজায় আমাদের মৃত মায়ের নামীয় হোল্ডিং নং–৫০৭ এর অধীনস্থ ভোগদখলীয় জমি। এখানে আমরা চার (৪) বোন সবাই ইসলামিক শরীয়া মোতাবেক জমি ভাগ বণ্টন করি সবাই। এখানে আমার বিরুদ্ধে যে পাহাড়/জমি দখলের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণতা মিথ্যা বলে দাবি করেন তিনি। ‎

এই বিষয়ে জানতে চাইলে আলীকদম থানার এস.আই মো. আবু সাঈদ বলেন, কোর্টের আদেশ অমান্য করে কাজ না করতে বলা হয়েছে। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে উভয় পক্ষ কে শান্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন