মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ পাওয়ায় নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও সহযোগী সংগঠন।
গতকাল শুক্রবার (০৯ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় খাগড়াছড়ি ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শাপলা চত্বর ঘুরে মুক্তমঞ্চ এ এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বৈরাচার সরকার শেখ হাসিনা পতনে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার নিহত শত শত বীর শহীদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ দপ্তর সম্পাদক সাথোয়াইপ্রু চৌধুরী সঞ্চালনায় অর্ন্তবর্তীকালীন সরকার প্রধান নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান মারমা ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা। এসময় তিনি বলেন, স্বৈরাচার সরকার শেখ হাসিনা বাংলাদেশে পাহাড়ের জনগণে কন্ঠ গলায় টিপে রেখেছিল। আজ দেশে সকল নাগরিক মুক্ত, স্বাধীনভাবে সকল রাজনৈতিক দল মাঠে কথা বলার সুয়োগ পেয়েছে। নতুন অর্ন্তবর্তীকালীন সরকারের মধ্যদিয়ে পাহাড়ের জনগণের সকল আশা আকাঙ্খা পূরণ করবেন।
পরে আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে অধিকতর সামিল করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়। বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ, বাংলাদেশ আদিবাসী ফোরাম ও মারমা ষ্টুডেন্টস কাউন্সিল ব্যানারে আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুইচিংহ্লা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কংচাইরী মাষ্টার, ২৬২ নং গোলাবাড়ী মৌজা প্রধান উক্যসাইন চৌধুরী, মানবধিকার কর্মী নব কুমার চাকমা , আদিবাসী ফোরাম সমন্বয়ক ও সিনিয়র সাংবাদিক চাইথোয়াই মারমা, রুমেল মারমা ।
মন্তব্য করুন