
কাউখালী প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় রাঙামাটি জেলাসহ কাউখালী উপজেলার প্রতিটি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কোমলমতি ছাত্র/ছাত্রীদেরকে বই বিতরণ করা হয়েছে।
রবিবার (১ জানুয়ারী) ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাগড়া (বহুমুখী) উচ্চ বিদ্যালয়, ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়, পোয়াপাড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, পানছড়ি উচ্চ বিদ্যালয়, হারাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয়, শিয়ালবুক্ক্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার সবক’টি বিদ্যালয়, ভোকেশনাল ও মাদ্রাসায় বই বিতরণ করা হয়।
এদিকে, ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জন মনি চাকমা এবং অন্যদিকে কলাবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং ঘাগড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পুর্ণধন চাকমা।
বই বিতরণকালে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। নতুন বছরে বই পেয়ে কোমলমতি ছাত্র/ছাত্রীরা খুশিতে উচ্ছ্বসিত।